বললাম সাহা, রায়নাঃ হিন্দিভাষী মানুষদের প্রধান উৎসব ছট পূজা। বুধবার রাজ্যজুড়ে ছুটি থাকা সত্বেও এদিন চলল ভ্যাকসিনেশন শিবির। উচালন গ্রাম পঞ্চায়েতের উদ্যোগের সেখানকারই স্বাস্থ্য কেন্দ্র এবং উপস্বাস্থ্য কেন্দ্র থেকে সব মিলিয়ে মোট সাড়ে ৫০০ জনের জন্যকে কোভিসিল্ড ভ্যাকসিন দেওয়া হয়। সব মিলিয়ে প্রায় ৭০ শতাংশ মানুষের ভ্যাকসিনেশন হয়ে গেছে বলেই দাবি করেছেন উচালন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আনিসুর রহমান খান।
উচালন গ্রাম পঞ্চায়েত আয়তনে যথেষ্ট বড় হওয়ার কারণে কখনও ১০০০ কখনও ৮০০ কখনও আবার ৫০০ থেকে সাড়ে ৫০০ জনকে ভ্যাকসিন দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। তবে এবারে আর ক্যাম্প করে নয় বরং পঞ্চায়েত থেকে দেওয়া হচ্ছে ভ্যাকসিন। আর এক থেকে দেড় মাসের মধ্যে উচালন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গ্রামগুলির ১০০% মানুষ ভ্যাকসিন পেয়ে যাবেন বলে আশাবাদী উচালন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আনিসুর রহমান খান।
Social