টুডে নিউজ সার্ভিস, কালনাঃ ছটপুজো উপলক্ষে বুধবার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের জাহাননগর পঞ্চায়েতের অন্তর্গত বিদ্যানগর ইটভাটায় উপস্থিত হয়ে ইটভাটায় থাকা পরিযায়ী শ্রমিকদের শিশুদের পড়ালেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। ২০১৭ সালে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে বিদ্যানগর সংলাপ ও চৈতন্য পাঠাগারে সহযোগিতায় হিন্দি ভাষার স্কুল রয়েছে ইটভাটার মধ্যেই, বুধবার ছট পুজো উপলক্ষে ওই ইটভাটায় উপস্থিত হয় সেই স্কুলে পাঠরত বাচ্চাদেরই শিক্ষা দান করলেন মন্ত্রী স্বপন দেবনাথ।
তিনি এদিন বলেন পরিযায়ী শ্রমিকদের শিশুদের শিক্ষাদানের আশায় কয়েক বছর আগে হিন্দি ভাষা স্কুল চালু করা হয়েছিল। স্কুলে এসেই বাচ্চাদের শিক্ষা দান করলাম। পাশাপাশি তাঁদের হাতে স্লেট, পেনসিল, খাতা এবং কিছু বস্ত্র বিতরণ করলাম।