প্রবীর মণ্ডল, বর্ধমানঃ পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পূর্ব বর্ধমানে উৎসব ময়দানে শুরু হল “বাংলা মোদের গর্ব” মেলা। এই মেলা চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত। শুক্রবার প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ। প্রতিদিন মেলার মূল মঞ্চে থাকছে স্থানীয় শিল্পীদের পাশাপাশি কলকাতার শিল্পীদের বিভিন্ন অনুষ্ঠান। পাশাপাশি উৎসব প্রাঙ্গণে থাকছে মেলা প্রদর্শনী, এক্সপো, থাকছে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের স্টল। মেলা প্রাঙ্গণে তুলে ধরা হয়েছে কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্য সাথী, দুয়ারে রেশন, কৃষক বন্ধু, আর্টিসন সহ বিভিন্ন প্রকল্পের বিষয়। এ প্রদর্শনীর মাধ্যমে সাধারণ মানুষ সরকারি প্রকল্প ও সুবিধা সম্পর্কে জানতে পারবেন।
এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা সভাধিপতি তথা রায়নার বিধায়িকা শম্পা ধাড়া, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, তথ্য ও সংস্কৃতি দপ্তরের ডেপুটি ডিরেক্টর কুশল চক্রবর্তী সহ আরও অনেকে।