টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ২৭ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হলো এক রাজনৈতিক কর্মী সম্মেলন। বর্ধমান শহরের বাবুরবাগ সিএমএস-এর মাঠে অনুষ্ঠিত এই সম্মেলন। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল রব সহ আরও অনেকে।
এদিনের সম্মেলনের অন্যতম উদ্যোক্তা বশির আহমেদ বলেন, কয়েক হাজার মানুষ এই সম্মেলনে যোগ দিয়েছে এদিনের সম্মেলন থেকে বিধায়ক যে বার্তা দেবে আগামী পৌরভোটে এলাকার নেতৃবৃন্দ সেই বার্তাকেই শিরোধার্য করে লড়াইয়ের ময়দানে নামবে। ওয়ার্ডে কোন গোষ্ঠী দ্বন্দ্ব নেই, কিছু মানুষ রয়েছে যারা বিজেপির সঙ্গে চক্রান্ত করে এবং তৃণমূলের নাম ভাঁড়িয়ে এলাকায় অশান্তি সৃষ্টি করতে চাইছে, এলাকাবাসী এদের বিরুদ্ধে সতর্ক আছে। আগামী পৌরভোটে দল যাকে টিকিট দেবে এলাকার নেতৃবৃন্দ তার হয়ে প্রচার করবে বলে জানান বশির বাবু।