অর্ঘ্য ব্যানার্জি, বর্ধমানঃ বুধবার পূর্ব বর্ধমানে পালিত হলো ১৯তম সাঁওতালি ভাষা বিজয় দিবস। বর্ধমান দু’নম্বর ব্লকের জাহের থান ট্রাস্টের সহযোগিতায় আদিবাসী নৃত্য, প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে এদিনের এই অনুষ্ঠানের সূচনা হয়। ২০০৩ সালের ২২ ডিসেম্বর সাঁওতালি ভাষা সংবিধানের অষ্টম তপশিলিভুক্ত হয়। তাই এই দিনটিকে স্মরণে রেখে সাঁওতালি ভাষা বিজয় দিবস পালন করা হয়।
এই বিজয় দিবসকে সামনে রেখে বর্ধমান দু’নম্বর ব্লকের জাহের থান ট্রাস্টের পরিচালনায় বাম ৭০ মাইল যুয়ীণ জুমিদ গাঁওতা-র সহযোগিতায় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের রক্তদান শিবিরে বিশিষ্ট ডাক্তারবাবু ও গুনীজনদের সংবর্ধনা জানানো হয়। এই রক্তদান শিবিরে ৫০ জন রক্তদাতা রক্ত দান করেন এবং সেই সংগৃহীত রক্ত বেসরকারি ক্যামরী হাসপাতালের হাতে তুলে দেওয়া হয়।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু, বর্ধমান এসডিও (সাউথ) কৃষ্ণেন্দু কুমার মণ্ডল, সমাজসেবী সেখ সামিন সহ আরও বিশিষ্টজনেরা।
Social