টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান ডিস্ট্রিক্ট নাপিত এবং সেলুন ওয়ার্কার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়। সংগঠনের সদস্যরা জানান, করোনা মহামারী যেভাবে বেড়ে চলেছে তাতে রাজ্য সরকার বেশ কিছু নির্দেশিকা জারি করেছে, এই নির্দেশিকার জেরে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। তাই সব রকম বিধি মেনে সেলুন খোলার দাবি নিয়ে অতিরিক্ত জেলা শাসকের কাছে তাঁরা এই স্মারকলিপি পেশ করেন।
তাঁরা আরও জানান, সেলুন একেবারে বন্ধ না করে একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হোক, তাঁরা সেই প্রশাসনিক নিয়ম মেনে কাজ করবেন। সেই দাবি নিয়ে সরব হয় অতিরিক্ত জেলা শাসকের কাছে।
Social