টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বুধবার ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবস। সারা দেশের সঙ্গে বর্ধমান জেলাতেও এই দিনটি পরম শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। সমস্ত রকম কোভিড বিধি মেনে পূর্ব বর্ধমানের কলেজ মোড় উন্নয়ন সমিতির উদ্যোগে স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন করে, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কম্বল বিতরণের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি রাসবিহারী হালদার, স্বামী অজ্ঞেয়ানন্দ মহারাজ সহ সমিতির অন্যান্য সদস্যরা।