টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ শনিবার পূর্বস্থলীর শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত শ্রীরামপুর তরুণ সংঘ ক্লাবের মাঠে শুরু হলো লোকসংস্কৃতি উৎসব, কৃষি ও হস্তশিল্প মেলা। এদিনের এই অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায়, রাজ্যের ক্ষুদ্র কুটিরশিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা সভাধিপতি তথা বিধায়িকা শম্পা ধাড়া, মেলার উদ্যোক্তা মন্ত্রী স্বপন দেবনাথ সহ বিশিষ্টজনেরা।
এদিন মেলা উদ্বোধনের আগে বিদ্যানগর মোড় থেকে শ্রীরামপুরের তরুণ সংঘ ক্লাবের মাঠ পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এই বর্ণাঢ্য শোভাযাত্রাতে হুডখোলা গাড়িতে করে শতাব্দী রায় অংশগ্রহণ করেন এবং তাঁকে দেখতে ভিড় জমান বহু মানুষ। এরপরে মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তাঁরা। মেলা প্রাঙ্গণে মূল আকর্ষণ এক একশো আটটি সরকারি বিভিন্ন সহায়তার স্টল রয়েছে এবং থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
Social