টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ উত্তরপ্রদেশ, গোয়া, মনিপুর, উত্তরাখণ্ড, এই চার রাজ্যে বিরোধীদের ধরাশায়ী করে ক্ষমতা ধরে রেখেছে বিজেপি। সেই উচ্ছ্বাসে সামিল পূর্ব বর্ধমানও। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ের সামনে গেরুয়া আবীর মেখে উচ্ছ্বাসে বিজেপি কর্মীরা। পাশাপাশি এদিন পথচলতি মানুষদের লাড্ডু খাওয়ানো হয় এবং সেখান থেকে বাইক রেলি করে বর্ধমান শহরে বিভিন্ন জায়গায় পরিক্রমা করল পূর্ব বর্ধমান জেলা বিজেপি কর্মী-সমর্থকরা। উপস্থিত ছিলেন বর্ধমান জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তাঁ, তাছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের বিজেপির কর্মী-সমর্থকেরাও।
Check Also
প্যামড়া সৎসঙ্গ আশ্রমে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র স্মরণ শুভ নববর্ষ মহোৎসব
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমানের বর্ধমান দু’নম্বর ব্লকের প্যামড়া সৎসঙ্গ আশ্রমে পরমপ্রেমায় শ্রীশ্রী ঠাকুর …