টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন আর রেশন দোকানের নয় এবার পাড়ায় রেশন পাবেন গ্রাহকরা। সেই মতো গত ১৬ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুয়ারে রেশন প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতন পাড়ায় পাড়ায় গাড়ি করে রেশন সামগ্রী নিয়ে হাজির হয় রেশন ডিলাররা। এদিন পূর্ব বর্ধমানের বাহির সর্বমঙ্গলা পাড়ার দু’নম্বর ওয়ার্ডের বাথানপাড়ায় রেশন নিতে এসে রেশন সামগ্রী পর্যাপ্ত না মেলায় ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা। তাদের অভিযোগ আমরা সকল কাজকর্ম ছেড়ে এই রৌদ্রে ঘন্টার পর ঘন্টা লম্বা লাইনে দাঁড়িয়ে রেশন সামগ্রী নিতে হচ্ছে, কিন্তু শেষে গিয়ে দেখা যাচ্ছে রেশন ডিলার জানিয়ে দিচ্ছে এই মুহূর্তে আর পর্যাপ্ত মাল নেই। এইভাবে তাদের বেশ কয়েকবার রেশন সামগ্রী না নিয়ে ফিরে যেতে হয়।
এদিন ক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন রেশন গ্রাহকরা। তারা জানান, এইভাবে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে আমরা হয়রানির শিকার হচ্ছি তাই দুয়ারে নয় ফের দোকানে রেশন ব্যবস্থা ফিরুক তাহলে আমাদের এইভাবে বারবার ঘুরে যেতে হবে না।