বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ হাঁসখালি নাবালিকা ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত সোহেল গোয়ালী-কে সিবিআই তদন্তের স্বার্থে হাঁসখালি এলাকায় নিয়ে আসে। সিবিআই মূল অভিযুক্তকে নিয়ে এলাকার বাড়িতে তল্লাশি অভিযান চালায়। গভীর রাত পর্যন্ত সিবিআই অভিযুক্তকে নিয়ে তল্লাশি চালায় এলাকায়। সিবিআই-এর হাতে তদন্তভার আসার পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। আগের দিন আমরা লক্ষ্য করেছিলাম তদন্ত শুরু করেই প্রথম সিবিআই গ্রেফতার করেন রঞ্জিত মল্লিক নামে আরেক অভিযুক্তকে।