টুডে নিউজ সার্ভিস, মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত চৈতন্যপুর গ্রামে সাইরি খেয়ে খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ল একই পরিবারের মোট ৬ জন। জানা গিয়েছে রোজা রাখার আগে প্রতিদিনের মত বৃহস্পতিবার ভোর রাত্রে সাইরি খেয়ে তাঁরা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থরা হলেন আসগর সেখ (৩২), মসগর সেখ (৩০), নাসগর সেখ (২৪), মোঃ কামরুজ্জামান সেখ (১৯), রজব সেখ (৫৮), আফরোজা বিবি (৫৫)।
বর্তমানে অসুস্থরা কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিভাবে ওই খাদ্যে বিষক্রিয়ার ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে চিকিৎসকেরা।