বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ নদীয়ার কৃষ্ণনগরে নদীয়া জেলার আইসিটি-র কম্পিউটার শিক্ষক-শিক্ষিকাদের দাবি সরকারি স্কুল গুলির থেকে দালাল মুক্ত করে সরাসরি তাদের নাম নথিভুক্ত করা হোক। এছাড়াও স্কুলের শিক্ষক নিয়োগ করা এবং শিক্ষকদের সঠিক মর্যাদা দেওয়া হোক। কারণ কম্পিউটার ক্লাস করানোর পরে তাদের আরও বিভিন্ন ধরনের ক্লাস করাতে হয় এছাড়াও তাদের স্থায়ীকরণের দাবিতে এদিন সর্বশিক্ষা মিশন নদীয়া জেলার ডিআই অফিসে অবস্থান বিক্ষোভ শুরু করেন চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা। অবিলম্বে তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে হুশিয়ারি দেন।
Social