টুডে নিউজ সার্ভিসঃ কোভিড আক্রান্ত রবিচন্দ্রন অশ্বিন। দলের সঙ্গে লন্ডন উড়ে যেতে পারেননি তিনি। অনিশ্চিত ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহাম টেস্টেও। আপাতত কোয়ারেন্টাইনে রয়েছেন এই অফস্পিনার। যদিও বিসিসিআইয়ের আশা প্রথম টেস্টের আগে হাতে এখনও বেশ কিছুদিন সময় আছে। ফলে সুস্থ হয়ে যাবেন অশ্বিন। আর রিপোর্ট নেগেটিভ এলেই তিনি ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন।
প্রসঙ্গত গত ১৬ জুন ভারতীয় দল বিরাট, বুমরা, রৈহিতরা উড়ে গেছেন লন্ডন। সেই দলে অশ্বিন ছিলেন না।