Breaking News

ফের ব্লক সভাপতি পদে শেখ হামিদ, অকাল আবির খেলায় মাতলেন কর্মী সমর্থক

 

দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লক সভাপতি হিসাবে ফের নির্বাচিত হলেন ছাত্র রাজনীতি থেকে উঠে আসা তরুণ তুর্কি নেতা শেখ হামিদ। সেই আনন্দে বাঁকুড়ার ইন্দাস ব্লকের বিভিন্ন দিকে দিকে অকাল হোলিতে মাতলো কর্মীরা। ২০০৮ সালে ইন্দাস মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি শেখ হামিদের নেতৃত্বে ইন্দাস মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের দখলে আসে। ২০০৯-২০১০ ইন্দাস মহাবিদ্যালয়ের জিএস পদ সামলান। ২০১৫ সালে বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

২০১৯ সালে তৃণমূল কংগ্রেসের যুগ্ম কনভেনারের দায়িত্ব পালন করেন।  ২০২০ সালের ১০ সেপ্টেম্বর ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। শেখ হামিদের রাজনৈতিক উত্থান চমৎকৃত ইন্দাস ব্লকের মানুষজন।

 তিনি শুধু একজন সুদক্ষ সংগঠক হিসেবেই রাজনৈতিক মহলে পরিচিত নন, তিনি একজন প্রকৃত মানবদরদী ব্যক্তিও বটে। এলাকায় তার সুনাম যেমন আছে তেমনি আছে বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াবার নজিরও। স্বভাবতই শেখ হামিদ পুনরায় ব্লক সভাপতি পদে নির্বাচিত হওয়ার খবরে খুশি ইন্দাস ব্লকের মানুষ।

About Burdwan Today

Check Also

প্যামড়া সৎসঙ্গ আশ্রমে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র স্মরণ শুভ নববর্ষ মহোৎসব

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমানের বর্ধমান দু’নম্বর ব্লকের প্যামড়া সৎসঙ্গ আশ্রমে পরমপ্রেমায় শ্রীশ্রী ঠাকুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *