টুডে নিউজ সার্ভিস, রানীগঞ্জ : বাইক চুরির বড় সাফল্য রানীগঞ্জ থানার পুলিশের। এসিপি শ্রীমন্ত ব্যানার্জী জানান, চলতি মাসের ৭ তারিখে বাইক চুরির অভিযোগ আসে। এরপর রানীগঞ্জ থানার পুরো টিম এবং তিনি নিজেও বিষয়টি গভীরভাবে তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতার করেন। সিসিটিভি ফুটেজ অভিযুক্তদের পাকড়াও করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সিসিটিভি ফুটেজ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, অজয় ভূঁইয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়। বাইক চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অজয়ের জিজ্ঞাসাবাদে তিনটি বাইক ও একটি স্কুটি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুটি জামুরিয়া থেকে চুরি হয়েছে। একটি বাইক যেখান থেকে চুরি হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে বলে পুলিশ সূত্রে জানা যায়।