টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান রাজ কলেজ এনএসএস বিভাগ, বর্ধমান সদর সামাজিকী ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ও এফ.ডি চাইল্ড অ্যাকাডেমির সহযোগিতায় বর্ধমান ১ নম্বর ব্লকের চান্ডুল গ্রামে ৮০ টি শিশুকে নিয়ে বিনামূল্যে পাঠশালা শুভ সূচনা হল। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাঁকুড়া খ্রিষ্টান কলেজের অধ্যাপক সচ্চিদানন্দ রায় ও বর্ধমান রাজ কলেজের অধ্যাপিকা সুদত্তা ব্যানার্জী। আয়োজকদের তরফে অঙ্কিতা নাগ জানান, যে সব শিশুদের পরিবার আর্থিক ভাবে পিছিয়ে পরায় পাঠশালায় ভর্তি করতে পারেনি সেই সব শিশুদের নিয়ে আমাদের এই বিনামূল্যের পাঠশালার শুভ সূচনা হল।