জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ এগ্রিকালচার টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সি স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মন্তেশ্বর ব্লক এগ্রিকালচার দপ্তরে আতমা স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কুসুমগ্রামে ব্লক কৃষি দপ্তরের প্রাঙ্গণে আম, জাম, সহ বিভিন্ন ফলের ৫০টি চারাগাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন আতমা স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।
আতমা স্টাফ অ্যাসোসিয়েশনের কালনা মহকুমা কো-অর্ডিনেটর মৃগাঙ্ক মৌলি আচার্য ও ব্লক সদস্য সৌগত কুণ্ড, আদিত্য সাহা, সতীনাথ বেতালরা জানান, যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা সাথে সাথে সাধারণ মানুষও অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হবে বলে জানান তারা। তারা আরও বলেন, যে এইরকম মানুষ সচেতন হয়ে পরিবেশ রক্ষার্থে আরও বৃক্ষ রোপনের শামিল হওয়ার আহ্বান জানান তারা।
Social