জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ বিগত এক বছর ধরে মন্তেশ্বর ব্লকের বিভিন্ন এলাকা থেকে হারিয়েছে বেশ কিছু মোবাইল ফোন। মন্তেশ্বরের দেনুর গ্রামের সুস্মিতা মোদক, কুসুম গ্রামের চন্দন মাঝির, ভাদাইয়ের সিরাজ শেখদের মতো বহুজনের খোয়া বা হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল মন্তেশ্বর থানার পুলিশ। পুলিশ জানায়, এদিন মন্তেশ্বরের আটাশপুর, দেনুর, দিগনগর, লোহার, কুসুমগ্রাম, ভাদাই সহ বিভিন্ন এলাকার ২৫টি মোবাইল ফোন এদিন মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।
এদিন ফোনগুলো তুলে দেন মন্তেশ্বর থানার পুলিশ আধিকারিক কুনাল বিশ্বাস সহ থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা। পুলিশের এই কাজে খুশি হয়ে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আজিজুল হক ও ফোন ফেরত পাওয়া মালিকরা ফোন হাতে পেয়ে দারুন খুশি হয়ে পুলিশকে ধন্যবাদ জানাই।