টুডে নিউজ সার্ভিস, চুঁচুড়াঃ পঞ্চায়েত নির্বাচনের আগে চড়ছে উত্তাপ। রাতের অন্ধকারে আগুনে পুড়ে ছাই হল তৃণমূলের দলীয় কার্যালয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পোলবার রাজহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাজহাট দক্ষিণপাড়া অঞ্চলে। সোমবার গভীর রাতে ওই তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগে। পুড়ে ছাই কার্যালয়ে থাকা মুখ্যমন্ত্রীর ছবি সহ দলীয় পোস্টার, ব্যানার, পতাকা-সহ প্রয়োজনীয় নথিপত্র।
এই ঘটনা জানার পরে ঘটনাস্থলে যান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। ঘটনাস্থল দেখে বিধায়ক বলেন, এই ঘটনা ঘটিয়েছে বিজেপি। সামনেই পঞ্চায়েত ভোট। বিজেপি সব জায়গায় প্রার্থী দিতে পারবে না বুঝতে পেরে গেছে আর সেই কারণে তৃণমূলের উপর আক্রমণ করে এলাকাকে অশান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এই ঘটনার পরে দলের কর্মীদের সংযত থাকার নির্দেশ দেন বিধায়ক। তিনি আরও বলেন পুলিশে অভিযোগ হয়েছে দোষীদের খুঁজে শাস্তি দেবে পুলিশ।