জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ ডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিনজনকে গ্রেফতার করল মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত রাখিবুল শেখ মন্তশ্বরের কুসুমগ্রাম অঞ্চলের সফদা গ্রামের বাসিন্দা, রতনরবি দাস (বাবু) মন্তেশ্বরের কুলুট ক্যানেল পাড়ার বাসিন্দা, অপরজন শরিফুল শেখ মন্তেশ্বরের মামুদপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে মন্তেশ্বর থানার টহলদারি গাড়ি মালডাঙ্গা-মেমারি রাস্তায় ঝিকরা ব্রিজ সংলগ্ন এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া সাত আটজনের একটি ডাকাত দলকে দেখতে পায়। পুলিশের গাড়ি দেখেই তারা পালাবার চেষ্টা করলে তাদের পিছু ধাওয়া করে তিনজনকে ধরে ফেলে পুলিশ। তাদের কাছ থেকে শাবল, ভোজালি, দড়ি, লাঠি সহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের সোমবার কালনা আদালতে পাঠায় মন্তেশ্বর থানার পুলিশ।
Social