জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ আগামী ৮ জুলাই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন।সমস্ত রাজনৈতিক দলগুলি কোমর বেঁধে নেমে পড়েছে ভোটের প্রচারে। মন্তেশ্বর ব্লকে তৃণমূল কংগ্রেস, বিজেপির সঙ্গেও সিপিআইএম-ও পিছিয়ে নেই। তাই নির্বাচনের প্রচারের শেষ মুহূর্তে বৃহস্পতিবার বিকালে এক নির্বাচনী সভার মধ্য দিয়ে পাতুন গ্রামের সহ দেনুর গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম-এর প্রার্থীদের সমর্থনে সভার মাধ্যমে প্রচারে ঝড় তুললেন সিটুর রাজ্য কমিটির নেত্রী পৃথা তা।
তিনি এই সভায় কেন্দ্রীয় বাহিনীর অপেক্ষায় না থেকে প্রার্থীদের মাথা উঁচু করে ভোট করার নির্দেশ দিয়ে এবং লাল ঝাণ্ডার গুরুত্ব তুলে ধরে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়তে সিপিআইএম প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।