বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ কর্মরত অবস্থায় এক সিভিক ভলেন্টিয়ারকে সজোরে ধাক্কা স্বাস্থ্য দপ্তরের একটি মারুতি ভ্যানের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সিভিক ভলেন্টিয়ার। ঘটনাটি এদিন নদীয়ার শান্তিপুর ফুলিয়ার ফুলিয়াপাড়ার ৩৪ নম্বর জাতীয় সড়কে। জানা যায় আহত সিভিক ভলেন্টিয়ারের নাম দীনবন্ধু মন্ডল।
সূত্রের খবর, ওই সিভিক ভলেন্টিয়ার সকাল থেকেই ফুলিয়া পাড়ার ৩৪ নম্বর জাতীয় সড়কে ট্রাফিকে কর্মরত ছিল, সকাল সাড়ে ১০টা নাগাদ রাস্তা পারাপার করছিল দুই শিশু, ওই সিভিক ভলেন্টিয়ার ওই শিশু দুটিকে রাস্তা পারাপার করে দিয়ে ফিরে আসতেই রানাঘাটের দিক থেকে আসা একটি স্বাস্থ্য দপ্তরের মারুতি ভ্যান সজোরে তাকে ধাক্কা মেরে ছেচরে নিয়ে যায় প্রায় পঞ্চাশ হাত, এরপরে গুরুতরত আহত হয় সিভিক ভলেন্টিয়ার। যদিও শরীরের বিভিন্ন অংশে গুরুতর চোট লাগে তার। ছুটে আসে স্থানীয়রা এরপর ওই সিভিক ভলেন্টিয়ারকে পাঠিয়ে দেয় রানাঘাট সরকারি হাসপাতালে। জানা যায় সেখানেই ওই সিভিক ভলেন্টিয়ারের অবস্থা অবনতি হাওয়াই এরপরে চিকিৎসকেরা অন্যত্র স্থানান্তর করে। স্থানীয়দের দাবি ৩৪ নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ হওয়ার কারণে বিপদজনক অবস্থায় রয়েছে সড়ক, আর যার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এই দুর্ঘটনা দাড়ি একটা কারণ বলে মনে করছেন স্থানীয়রা যদিও ৩৪ নম্বর জাতীয় সড়কে আবারো ভয়াবহ পথ দুর্ঘটনার ঘটনায় রীতিমতো আতঙ্কে এলাকার মানুষ।
Social