টুডে নিউজ সার্ভিসঃ পূর্বস্থলীর ভাইরাল বাসের ব্রিজ এবার হয়ে গেল বন্ধ। গত কয়েকদিন ধরেই সকাল-বিকেল প্রায় সবসময়ই সোশ্যাল মিডিয়ার কনটেন্ট ক্রিয়েটারদের রিলস বানানোর জন্য ভির উপচে পড়ছিল ব্রিজে। মূলত পূর্বস্থলীর সাথে নদীয়ার ইদ্রাকপুর যাওয়ার জন্য মানুষের যাতায়াতের সুবিধার্থে বাসের ব্রিজ নির্মাণ হলেও, মানুষের পারাপার কম, তরুণ তরুণীদের রিলসের জন্য বেশি ভিড় হচ্ছিল ব্রিজে।

অনেক মানুষ তারা বলছিলেন যে কোন মুহূর্তে এই ব্রিজে লাফালাফির জন্য দুর্ঘটনা করতে পারে। জেলা পরিষদের তরফে নোটিশ দিয়ে ব্রিজের অবস্থা ভালো নয়, ব্রিজ দিয়ে পারাপার বিপদজনক বলে নোটিশ সাটিয়ে দেয়া হয়েছে। পাশাপাশি আগের মতন নৌকা করে চলছে পারাপার। স্থানীয় বাসিন্দারা ক্যামেরার সামনে আসতে না চাইলেও অনেকে বলছেন এই তরুণ-তরনীদের বিকেল হলেই রিলস বানানোর চক্করেই মানুষের পারাপারটাও বন্ধ হয়ে গেল।