শুভ ঘোষ , কোলকাতাঃ এইচ ডি এফ সি ব্যাঙ্ক, ভারতবর্ষের শীর্ষস্থানীয় প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক,তাদের নিজস্ব সি.এস.আর উদ্যোগ,পরিবর্তনের অধীনে তাদের দেশব্যাপী ১৭তম রক্তদান শিবিরের আয়োজন করে।এই উদ্যোগটি ভারতবর্ষের ১১০০টির বেশী শহরে ৫ই ডিসেম্বর,২০২৫ শুক্রবার সকাল ৯:৩০ থেকে সন্ধ্যা ৫:৩০ পর্যন্ত আয়োজিত হয়।
অংশগ্রহণকারীরা হলেন এইচ.ডি.এফ.সি ব্যাঙ্কের কর্মচারী,গ্রাহকবৃন্দ, সামরিক বাহিনীর সদস্যরা,ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন সম্প্রদায়ের সদস্যরা।এই উদ্যোগ সম্প্রদায়ের কল্যাণ এবং দেশের সুরক্ষিত ও সময়মতো রক্তদানের ক্রমাগত চাহিদাকে সমর্থন করার প্রতি ব্যাঙ্কের প্রতিশ্রুতিকে তুলে ধরে। বার্ষিক রক্তদান শিবির হয়।শ্রী ভাবেশ জাভেরি, এক্সিকিউটিভ ডিরেক্টর, এইচ ডি এফ সি ব্যাঙ্ক, “এই বার্ষিক রক্তদান শিবির আমাদের কর্মচারীদের এবং অংশীদারদের আন্তরিকতা এবং দলবদ্ধ কাজের মাধ্যমে ক্রমাগত বেড়ে উঠেছে।এই উদ্যোগটি যেভাবে বিবর্তিত হয়েছে তার জন্য আমরা খুবই গর্বিত, এবং দেশের স্বাস্থ্যসেবা ইকোসিস্টেমে অবদান রাখার প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রত্যেক রক্তদাতা এই সম্মিলিত প্রচেষ্টাকে আরও শক্তিশালী করার প্রতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
২০০৩ সালে শুরুর পর থেকে,এই উদ্যোগ ৮৮ টি সেন্টারের থেকে ২০২৪ সালে ৫৫৩৩ টি সেন্টারে সম্প্রসারিত হয়েছে এবং প্রথম বছরে ৮৮ টি ক্যাম্পে ৪৩৮৫ ইউনিট রক্ত সংগ্রহ হয়েছিল এবং ২০২৪ সালে ১৪০৮টি জায়গা জুড়ে ৩.৩৮ লক্ষ ইউনিট রক্ত সংগ্রহ হয়েছে।২০১৩ সালে, পরিবর্তন রক্তদান শিবির এক-দিনে,বিভিন্ন-অবস্থান সবথেকে বড় রক্তদান শিবিরের আয়োজন করার জন্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ডও করে।কলকাতায় এইচ ডি এফ সি ব্যাংকের গ্রুপ হেড – অপারেশন -শ্রী গৌরব রায়,রিজিওনাল হেড – অপারেশন -শ্রী জয়ন্ত ব্যানার্জি,স্টেট হেড – অপারেশন -শ্রী ঋষি গাঙ্গুলী,জোনাল অপারেশন হেড -রিটেল অ্যাসেট -শ্রী রাহুল দাশগুপ্ত এবং অন্যান্য আধিকারিকরা এই উদ্যোগে উপস্থিত ছিলেন।
এছাড়াও সমাজের বিভিন্ন স্তরের কৃতি ব্যক্তিরা এই উদ্যোগে অংশ গ্রহণ করেন।৫ই ডিসেম্বর ২০২৫ তারিখে এই রক্তদান শিবির সঙ্গে এইচ.ডি.এফ.সি ব্যাঙ্কের কলকাতার সাতটি শাখাতে হয় ১-বেঙ্গল ইন্টেলিজেন্ট পার্ক, ২- গিলিন্ডার হাউজ (বিবাদীবাগ) ,৩-স্টিফেন হাউস (বিবাদী বাগ), ৪- ম্যাঙ্গোলেন, ৫-ব্রুক হাউস,শেক্সপীয়ার সরণি, ৬-ক্যান্ডোর টেক স্পেস এবং ৭-নিউ টাউনে এইচ ডি এফ সি ব্যাংকের নতুন রিজিওনাল অফিস “অনন্তম”।