টুডে নিউজ সার্ভিসঃ শুক্রবার শহর বর্ধমানে মিউনিসিপাল বয়েজ স্কুলের দর্শকদের উপচে পড়া ভিড়ের মধ্যে অনুষ্ঠিত হলো কলকাতার দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ও ইস্টবেঙ্গল ক্লাবের মহা ডার্বি ম্যাচ। উত্তেজনায় টানটান এই ম্যাচে টাইব্রেকারে ৪–৩ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ান হয় মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব।
ঐতিহ্যবাহী এই ডার্বি ম্যাচের আয়োজন করে শিশির সাথী ফাউন্ডেশন। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার তাঁর পিতার স্মৃতি রক্ষার্থে গড়ে তোলা এই ফাউন্ডেশনের পরিচালনায় প্রতিযোগিতা আয়োজন করা হয়। ফুটবলের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতে এই দুই বড় ক্লাবের প্রদর্শনী ম্যাচ দেখতে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। দুই দলের সমর্থকদের উচ্ছ্বাস ও আবেগ ছিল চোখে পড়ার মতো।
ম্যাচ শুরুর আগে বর্ধমানের প্রাক্তন খেলোয়াড়দের সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
এই ম্যাচে দুই ক্লাবের নামী প্রাক্তন তারকা ফুটবলাররা অংশ নেন। মোহনবাগান দলের নেতৃত্ব দেন ব্যারেটো। তাঁর সঙ্গে ছিলেন সন্দীপ নন্দী, কিংশুক দেবনাথ, রহীম নবী, বিশ্বজিৎ সাহা প্রমুখ। অন্যদিকে ইস্টবেঙ্গল ক্লাবের নেতৃত্ব দেন শুলে মুসা। মাঠে ছিলেন সাফার সর্দার, অ্যালভিটো, ষষ্টী দুলে, বেতাব হোসেনদের মতো প্রাক্তন তারকারা।
খেলার প্রথমার্ধে ইস্টবেঙ্গল দু’টি গোল করে এগিয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে মোহনবাগান দু’টি গোল শোধ করে ম্যাচে সমতা ফেরায়। নির্ধারিত সময় শেষে ম্যাচের ফল নির্ধারিত না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪–৩ গোলে জয় ছিনিয়ে নেয় মোহনবাগান।
ম্যাচ শেষে বর্ধমানে বয়সভিত্তিক ফুটবল কোচিং ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রহীম নবী, শুলে মুসা সহ একাধিক তারকা ফুটবলার এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ দেবেন। সদরঘাট বিদ্যাসাগর স্মৃতি সংঘের মাঠে এই কোচিং শিবির চলবে বলে জানান উদ্যোক্তারা।