২৫০ কিমি সাইকেল চড়ে ২১ জুলাই ধর্মতলায় আসছেন বাঁকুড়ার ‘মাস্টারমশাই’ বাঙালি পরিযায়ী হেনস্থার প্রতিবাদে

Burdwan Today News Service
2 Min Read

দেবনাথ মোদক, বাঁকুড়া:- ২৫০ কিমি সাইকেল চড়ে ২১ জুলাই ধর্মতলায় আসছেন বাঁকুড়ার ‘মাস্টারমশাই’ বাঙালি পরিযায়ী হেনস্থার প্রতিবাদ!বিজেপি শাসিত রাজ্যগুলি বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার ইস্যুকে সামনে রেখে ফুঁসছে তৃণমূল।গত ১৬ জুলাই বাঙালি অস্মিতায় শান দিয়ে পথে নেমে পড়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার একুশে জুলাইয়ের আগেই সেই ইস্যুতেই অভিনব প্রতিবাদ বাঁকুড়ার ইন্দপুর ব্লকের রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের এক উপপ্রধানের। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি হেনস্থার প্রতিবাদে গ্রামে গ্রামে প্রচার চালাতে বাঁকুড়ার ইন্দপুর থেকে সাইকেলে চড়ে ২১ জুলাইয়ের সমাবেশে যোগ দিতে ধর্মতলার উদ্দেশে রওনা হলেন অবসরপ্রাপ্ত শিক্ষক তথা রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অসীম কুমার মর্দানা।
শুক্রবার বিকালে বাঁকুড়ার ইন্দপুরে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে সাইকেলে চড়ে তিনি রওনা দেন ধর্মতলার উদ্দেশে। ইন্দপুর থানার বগা গ্রামের বাসিন্দা ৬৩ বছরের অসীম কুমার মর্দানা। তিনি আবার বগা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বর্তমানে তাঁর কাঁধেই ইন্দপুর ব্লকের রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের দায়িত্ব। এলাকায় যদিও ‘মাস্টারমশাই’ নামেই পরিচিত।

তৃণমূল করছেন তৃণমূলের জন্মলগ্ন থেকেই। দল যখন রাজ্যে বিরোধী ছিল তখন তো বটেই, পরবর্তীতে শাসক তকমা পাওয়ার পরেও একুশে জুলাই কোনওবারই মিস করেননি অসীমবাবু। যতবারই ২১ জুলাইয়ের সমাবেশ হয়েছে ততবারই সেই সমাবেশে হাজির হয়েছেন। কখনও বাসে, কখনও ট্রেনে আবার কখনও ছোট গাড়িতে চড়ে ২১ জুলাইয়ের সমাবেশে যোগ দিয়েছেন তিনি। তবে এবার তিনি সমাবেশের ৩ দিন আগেই বেরিয়ে পড়েছেন ধর্মতলার উদ্দেশে। বাহন সাইকেল।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *