টুডে নিউজ সার্ভসঃ ভারতের আসামরাজ্যের শিলাপাথার এলাকায় সাংবাদিক মাধুর্য শাইকিয়ার উপর প্রাণঘাতী হামলার বিরুদ্ধে সরব হলেন শিলচর প্রেসক্লাব ও শিলচর ই- মিডিয়া জার্নালিস্ট আ্যাসোসিয়েশন। শনিবার (৫ জুলাই ) প্রেসক্লাব সংলগ্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা। পুরো বিষয়টি মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা সহ রাজ্য পুলিশের নজরে এনে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন সাংবাদিকবৃন্দরা। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অতি সত্বর কড়া আইন প্রণয়ন করার ও দাবি জানিয়েছেন তাঁরা। এদিন ই- মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি অভিজিৎ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক বিক্রম সরকার, শিলচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শংকর দে, সাংবাদিক দিলোয়ার হোসেন, সুরজিৎ চক্রবর্তী প্রমূখ উপস্থিত ছিলেন।