টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বৃহস্পতিবার থেকে শুরু হলো দ্বিতীয় বর্ষে নাট্য উৎসব বর্ধমান সাংস্কৃতি লোকমঞ্চে যা চলবে তিনদিনব্যাপী। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন নৃত্য উৎসব সংগীত উৎসব থেকে শুরু করে নানান রকম উৎসব তিনি করেন তাই নাট্য ব্যক্তিত্ব দের কথা মাথায় রেখে নাট্য উৎসব করা প্রয়োজন যে সমস্ত শিল্পীরা পিছিয়ে যাচ্ছেন বা পিছিয়ে পড়েছেন সেই সমস্ত শিল্পীদের তুলে ধরার আমার লক্ষ্য তাই সে সমস্ত পুরনো শিল্পীদের সম্মান দেবার জন্যই এই ধরনের নাটক মঞ্চস্থ করার প্রয়াস। তিনি আরও বলেন বহু পুরনো যুগের নাট্য শিল্পী যারা নিজে নাটক লেখেন এবং অভিনয় করেছেন সেই রকম বিশেষ নাট্য ব্যক্তিত্বদের মঞ্চে সম্বর্ধনা দেওয়া হয়। আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করলেন সাংসদ কীর্তি আজাদ ঝাঁ, সাংসদ পার্থ ভৌমিক, জেলাশাসক আয়েশা রানী এ, এসডিও তীর্থঙ্কর বিশ্বাস, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, সহ আরও অনেকে।