নতুনগঞ্জে পুনরায় চালু হল পুলিশ ফাঁড়ি

Prabir Mondal
1 Min Read

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বহুদিন বন্ধ থাকার পর অবশেষে পুনরায় চালু হল বর্ধমান শহরের নতুনগঞ্জ এলাকার গুরুত্বপূর্ণ পুলিশ ফাঁড়ি। দীর্ঘদিন ধরে অফিসার নিযুক্ত না থাকার কারণে এই ফাঁড়িটি কার্যত অচল অবস্থায় ছিল। মঙ্গলবার ১৫ এপ্রিল নতুন করে একজন ইনচার্জ অফিসার (আইসি) নিয়োগ করে ফাঁড়িটির কার্যক্রম আবার শুরু করল জেলা পুলিশ প্রশাসন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সায়ক দাস, সহকারী পুলিশ সুপার অর্ক ব্যানার্জি, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ অন্যান্য পুলিশ এবং প্রশাসনিক কর্তারা। জেলা পুলিশ সুপার সায়ক দাস জানান, “নতুনগঞ্জ পুলিশ ফাঁড়িটি বেশ কয়েক বছর বন্ধ ছিল, কারণ সেখানে কোনও অফিসার পোস্টিং ছিল না; শুধু ফোর্স থাকত। মঙ্গলবার একজন অফিসার পোস্টিং করা হয়েছে। এটি বর্ধমান থানার অধীনে চালু হচ্ছে। এই ফাঁড়ি থেকে আশপাশের ছয়টি ওয়ার্ডের মানুষ সরাসরি পুলিশি পরিষেবা পাবেন”। বর্ধমান দক্ষিনের বিধায়ক খোকন দাস বলেন, “নতুনগঞ্জ ফাঁড়িটি কয়েক বছর আগে চালু হলেও কিছু সমস্যার কারণে তা বন্ধ হয়ে যায়। এবার নতুন করে সেই ফাঁড়ি আবার চালু হল। সাধারণ মানুষের নিরাপত্তা ও পরিষেবার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *