টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ মঙ্গলবার বাংলা নববর্ষের প্রথম দিন এ দিন বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে সকাল থেকেই উপচে পড়া ভিড়। ভোর থেকেই ফুলের ডালি হাতে দাঁড়িয়ে বহু ভক্ত। সকলের মঙ্গলকামনায় সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে বছর শুরু করলেন বর্ধমানের বাসিন্দারা। এদিন এই মন্দিরে হালখাতারও পুজো হয়। এদিন আরও দেখা যায় অনেক ব্যবসায়ীরা লালখাতা, লক্ষ্মী গণেশ নিয়ে উপস্থিত হন বর্ধমানের অতি প্রসিদ্ধ এই মন্দিরে।
মন্দিরের প্রধান পুরোহিত অরুণ ভট্টাচার্য জানান, বর্ধমানে অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা। রাজ আমলে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল। যে কোনো শুভ কাজ শুরুর আগে মা সর্বমঙ্গলার মন্দিরে পুজো দেন বর্ধমানের বাসিন্দারা। তাই পয়লা বৈশাখ উপলক্ষ্যে সকাল থেকেই মন্দিরে ভক্তদের ঢল নামে। বহু ব্যবসায়ী আসেন হালখাতা পুজো করার জন্য।
এদিন বাড়তি ভিড় সামাল দিতে ও যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় স্বেচ্ছাসেবক ও পুলিশ।
