টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বাংলা নববর্ষের সকালেই আগুনে ভস্মীভূত হল একটি কাপড়ের দোকান। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুরের জারগ্রাম অঞ্চলের আঁটপাড়া এলাকায়। সকালবেলা স্থানীয় বাসিন্দারা বন্ধ দোকানের শাটারের ফাঁক দিয়ে ধোঁয়া বের হতে দেখে তড়িঘড়ি খবর দেন দোকান মালিককে। দোকান মালিক ছুটে এসে দোকানের শাটার খুলতেই আরও বেশি ধোঁয়ায় ঢেকে যায়। প্রাথমিকভাবে শর্ট সার্কিটকেই এই অগ্নিকাণ্ডের কারণ বলে মনে করা হচ্ছে। দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার সংযোগ থেকেই আগুনের সূত্রপাত বলে অনুমান করা হচ্ছে।
স্থানীয় মানুষজন আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতা এতটাই ছিল যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষমেশ মেমারী থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। দোকানে বিপুল পরিমাণে মজুত জামাকাপড় আগুনে পুড়ে ও জলে ভিজে নষ্ট হয়ে গিয়েছে। দোকান মালিক এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করে জানাতে না পারলেও, ক্ষতি যে গুরুতর, তা স্পষ্ট। ঘটনার তদন্তে নেমেছে জামালপুর থানার পুলিশ ও দমকল বিভাগ।