টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ জেলা শিক্ষা ভবনে তালা লাগাতে গেলে পুলিশের সঙ্গে পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের আইএনটিইউসি (সেবাদল)-র কর্মীদের ধস্তাধস্তি। শিক্ষা ভবন অভিযানে বুধবার পুলিশ চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের উপর যেভাবে লাঠিচার্জ, লাথি মেরেছে তারই প্রতিবাদে বর্ধমানের কার্জন গেট থেকে মিছিল পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের আইএনটিইউসি (সেবাদল) শিক্ষা ভবনের তালা লাগাতে যায়। এরপর শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। এরপর যখন তারা শিক্ষা ভবনের গেটে শিকল নিয়ে তালা মারতে যায় তখনি সাদা পোশাকের পুলিশ কর্মী তা কেড়ে নিতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। শেষ পর্যায়ে তা ছিনিয়ে নেয় পুলিশ। এরপরে বিক্ষোভকারীরা শিক্ষা ভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে।
বিক্ষোভকারীদের পক্ষ থেকে কংগ্রেস নেতা গৌরব সমদ্দার জানান, ডিআই অফিস অভিযান চলাকালীন পুলিশ যেভাবে শিক্ষক-শিক্ষিকা এবং চাকরিহারাদের উপর লাঠিচার্জ করেছে, তা সম্পূর্ণ অগণতান্ত্রিক ও নিন্দনীয়। সেই ঘটনারই প্রতিবাদে এই প্রতীকী তালাবন্দির কর্মসূচি নেওয়া হয়েছিল।