জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ বাড়ির মধ্যেই এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল মন্তেশ্বর থানার পুলিশ। মৃত উদয় কোনার (৫৮) মন্তেশ্বর ব্লকের পিপলন পঞ্চায়েতের করন্দা গ্রামের বাসিন্দা। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি অবিবাহিত ছিলেন এবং বাড়িতে একাই থাকতেন। বাবা মা অনেক আগেই মারা গিয়েছে। ভাই কর্মসূত্রে মন্তেশ্বর বাজারে থাকে। বিগত কয়েক মাস ধরে ওই ব্যক্তি শারীরিক নানান সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার বিকাল নাগাদ বাড়ির মধ্যে তার ঝুলন্ত দেহ দেখতে পায় পাড়া-প্রতিবেশীরা। তাকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানায় ঘটনায় কোনো অভিযোগ জমা পড়েনি। বুধবার দেহ ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।
মৃতের ভাই জানান, “দাদা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কিন্ত কখন যে এমন সিধান্ত নিল, বুঝতেই পারিনি”। এলাকায় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, শান্ত স্বভাবের মানুষ ছিলেন উদয় বাবু। তাঁর এমন পরিণতিতে সকলে হতবাক।
