জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ পথ নিরাপত্তার নিয়ে মন্তেশ্বর থানার পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচারে একটি র্যালি বের হয়। এই কর্মসূচি মন্তেশ্বর থানার পক্ষ থেকে ফেস্টুন ব্যানার সহ সুসজ্জিত র্যালিটি মন্তেশ্বর থানা থেকে শুরু হয়ে বিডিও অফিস মোড়, কামারশাল মোড় হয়ে গোটা মন্তেশ্বর বাজার পরিক্রমা করে একটি রেলির মাধ্যমে পদযাত্রা শেষ হয়।
এই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে উপস্থিত হয়ে মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতি বলেন, পূর্ব বর্ধমান জেলা পুলিশের নির্দেশে এই কর্মসূচি পালিত হয়েছে। বেপরোয়া ভাবে গাড়ি চালানো, হেলমেট ছাড়া মোটরবাইক চালানো, গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখা, কানে হেডফোন লাগিয়ে গাড়ি না চালানো, গাড়ি চালানোর সময় কোনো মোবাইল ফোন ব্যবহার না করা, নেশাগ্রস্ত অবস্থা গাড়ি না চালানো সহ প্রভৃতি সচেতনামূলক বার্তা দিয়ে এই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালিত হয়।