জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ গত দুমাস আগে কাঁড়ি ও লাঠি দিয়ে এক যুবককে পিটিয়ে খুন করার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত আলমগীর শেখ ও গিয়াসউদ্দিন শেখ মন্তেশ্বরের দেনুর পঞ্চায়েতের মৌসা গ্রামের বাসিন্দা। রবিবার রাতে মন্তেশ্বরের ধেনুয়া বাজার মোড় এলাকা থেকে ওই দুই জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। জানা যায়, এরা পালিয়ে বেড়াচ্ছিল রাতে ধেনুয়া বাজার মোড় এলাকায় এদের থাকার কথা পুলিশ গোপন সূত্রে জানতে পারে। গত দুই মাস আগে মৌসায় কয়েকজনের মারধরে মৃত্যু হয়েছিল হাসিবুল শেখ (২৭) মৌসা গ্রামেরই বাসিন্দার। জমি বিবাদ সহ দুটি পরিবারের মধ্যে বিবাদ ছিল।
আরও জানা যায়, দুইটি পরিবারের বাচ্চাদের মধ্যে খেলাধুলা নিয়ে ঝগড়া ও মারপিট হয়। সেই ঘটনার জেরে বাড়ির বড়দের মধ্যে বচসা ও অশান্তি শুরু হয়। অভিযোগ সে সময় আক্কেল শেখ-এর বাড়ির ৬-৭ জন মিলে হাসিবুলের বাড়ি গিয়ে তার ওপর চড়াও হয়। লাঠি, কাঁড়ি, কোদাল সহ ধারালো অস্ত্র দিয়ে তার ওপর আঘাত করা হয় বলে অভিযোগ। তাকে বাঁচাতে এলে আরও কয়েকজন জখম হয়। এলাকার মানুষজন আহতদের উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে হাসিবুল কে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।দুর্ঘটনার পর ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ জমা করা হয়। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে ঘটনার দিনই সমষপুর ব্রিজে এলাকা থেকে আক্কেল শেখ, ও শরিফুল শেখকে গ্রেপ্তার করা হয়েছিল। ঘটনার দুই দিন পর মহিবুল শেখ নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে আলমগীর শেখ ও গিয়াসউদ্দিন শেখ-কে গ্রেফতার করে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃতকে কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।
