Breaking News

বর্ধমান মেডিক্যাল কলেজ পরিদর্শনে স্বাস্থ্য সচিব

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে শনিবার স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের নেতৃত্বে স্বাস্থ্য দপ্তরের একটি  প্রতিনিধিদল পরিদর্শনে আসেন। এদিন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মৌসুমি বন্দ্যোপাধ্যায়, সুপার তাপস ঘোষ, মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম সহ মেডিক্যাল কলেজে সমস্ত বিভাগের বিভাগীয় প্রধানরা। বৈঠকে মেডিক্যাল কলেজের বিভিন্ন নতুন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানান, মেডিক্যাল কলেজে বেশ কিছু নতুন প্রকল্প অনুমোদিত হয়েছে। বিশেষ করে ক্যান্সার সেন্টার তৈরির কাজ জোরকদমে চলছে, পাশাপাশি স্বাস্থ্য সাথী প্রকল্পের জন্য পর্যাপ্ত তহবিল বরাদ্দ করা হয়েছে।
এরপর স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম ক্যান্সার হাসপাতাল পরিদর্শন করেন। তিনি বলেন, “নতুন ক্যান্সার সেন্টার তৈরির কাজ এগোচ্ছে, আমি নিজে  অগ্রগতি পর্যবেক্ষণ করব। এছাড়াও অন্যান্য উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।”
এরই পাশাপাশি স্বাস্থ্য সচিব সহ রাজ্য স্বাস্থ্য আধিকারিকদের প্রতিনিধি দল বর্ধমানের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালও পরিদর্শন করেন। অনাময় হাসপাতালের সুপার শকুন্তলা সরকার জানান, “এই হাসাপাতালে শুরু হতে চলা একটি ক্যাথল্যাব এবং আরও শয্যা বৃদ্ধির যে প্রক্রিয়া সেই ব্যবস্থা খতিয়ে দেখেন তাঁরা।”

About Prabir Mondal

Check Also

দলনেত্রীর নির্দেশের পরই অভিযান শুরু, ভুয়ো ভোটার খুঁজতে নিজের কেন্দ্রে বাড়ি বাড়ি ঘুরলেন খোদ ফিরহাদ হাকিম

টুডে নিউজ সার্ভিসঃ ভুয়ো ভোটার আই ওয়াশ ছাড়া কিছুই নেই অভিযোগ বিজেপির। তাদের উদ্দেশে পাল্টা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *