Breaking News

দলনেত্রীর নির্দেশের পরই অভিযান শুরু, ভুয়ো ভোটার খুঁজতে নিজের কেন্দ্রে বাড়ি বাড়ি ঘুরলেন খোদ ফিরহাদ হাকিম

টুডে নিউজ সার্ভিসঃ ভুয়ো ভোটার আই ওয়াশ ছাড়া কিছুই নেই অভিযোগ বিজেপির। তাদের উদ্দেশে পাল্টা জবাব মেয়র ফিরহাদ হাকিমের বলেন, “আই ওয়াশ হলেও আমরা ভুয়া ভোটার চিহ্নিত করছি। বিজেপি কোথায় আছে। না আছে সংগঠন না আছে বুথ কর্মী।” এই ভাবে বিজেপিকে আক্রমণ করলেন মেয়র ফিরহাদ হাকিম।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নিজের ৮২ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকা নিয়ে সরজমিনে খুঁটিয়ে দেখতে  বাড়ি বাড়ি গিয়ে হাতে ভোটার কার্ড নিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। ভুতুড়ে ভোটার অনুসন্ধানে মিলিয়ে নিলেন ভোটারদের নাম। তার ভুয়া ভোটার অভিযানে সন্ধান পেলেন বেস কয়েকজন মৃত ভোটারদের নাম। খুঁজে পেলেন অনেক নাম যা তালিকা থেকে বিয়োজন হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে কথা বলেন ৮২ নম্বর ওয়ার্ডের সাধারণ ভোটারদের সঙ্গে।
মেয়রের সঙ্গে কথা বলে স্থানীয় বাসিন্দা জানালেন যে, মেয়র নিজেই এসে কথা বলে গেছেন। বাড়ির লোকদের খোঁজ নিয়েছেন। কারা বাড়িতে আছেন আবার কারা এখানে থাকেন না। সবই জানতে চেয়েছেন মেয়র খোদ। ফলে মেয়রকে দেখে তারাও খুশি যে তিনি নিজেই এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে ভোটার তালিকা যাচাই করছেন।
এদিন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিজেপি নেতাদের একহাত নিলেন ফিরহাদ হাকিম। তার অভিযোগ সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতিতে বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করা হয়েছে। কার্যতঃ দেশের গণতান্ত্রিক পদ্ধতিকে ভেঙে দিয়ে নিয়োগ করা হয়েছে মুখ্য নির্বাচন কমিশনারকে। আর একবার বুঝিয়ে দিলেন মেয়র ফিরহাদ হাকিম। পাল্টা বিজেপিরকে জবাব ছিলেন যে যদি তারা বলছেন যে ভুয়া ভোটার তৃণমূল ঢুকাচ্ছে। তাহলে তারা প্রমাণ দিক। কেন তারা রাস্তায় নেমে ভুয়া ভোটারদের সন্ধান চালাচ্ছেন না কেন পাল্টা প্রশ্ন ছুঁড়ে বিজেপিকে আক্রমণ সারলেন মেয়র। তার অভিযোগ আসলে তাদের পায়ের তলায় রাজনৈতিক মাটি নেই, সংগঠন নেই। তাই তারা টিভির পর্দায় আর বসে ভাষণ দিচ্ছেন কেন। তারা ও রাস্তায় নেমে প্রমাণ করুন যে তৃণমূল ভুয়া ভোটার ঢুকিয়ে দিচ্ছে। আমরা তো প্রমাণ দেখিয়ে তার পরেই অভিযোগ করছি। যে কি ভাবে গুজরাটের ভোটার হরিয়ানার ভোটার দের ঢুকিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তালিকা দেখিয়ে প্রমাণ করে দিয়েছেন বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম। এদিন ১০৮ নম্বর ওয়ার্ডে ভোটারদের স্বাভাবিক বৃদ্ধি নিয়ে বিরোধীদের অভিযোগের  সাফাই পেশ করলেন মেয়র। তার দাবি যে, ১০৮ নম্বর ওয়ার্ডে প্রচুর ফাঁকা জায়গায় ছিল। যেখনে মানুষের বসবাস বেড়েছে। কলকাতায় মানুষের আয় ও বৃদ্ধি পাচ্ছে। ফলে তারা  তখন ঘরবাড়ি তৈরি করে এই সমস্ত অঞ্চলে বসবাস শুরু করেছেন। মানুষের হাতে টাকা এসেছে আবার অনেক রেল লাইনে থাকা মানুষ তারা ও এই সমস্ত অঞ্চলে বসবাস করতে শুরু করেছেন। স্বাভাবিক ভাবে মানুষের জনসংখ্যা বাড়ছে আর ভোটার ও বাড়ছে বলে দাবি করলেন মেয়র ফিরহাদ হাকিম। এদিন নিজের ওয়ার্ড ৮২ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকা যাচ্ছাই করার কাজ শুরু করে দিলেন মেয়র। তার পরে বিধান সভা ভিত্তিক সঠিক ও স্বচ্ছ ভোটার তালিকা ১৫ দিনের মধ্যে দলের কাছে রিপোর্ট আকারে জমা পড়বে। তার পরে যদি দল মনে করে যে তালিকায় সংশোধন বা বিয়োজন করার প্রয়োজন। তাহলে পরবর্তী পদক্ষেপ দলেই নেবে বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম। তার দাবি, তিনি সর্বপরী দলের একজন বুথ কর্মী তার পরে অন্য কিছু। তাই প্রথম নিজের ওয়ার্ড থেকে ভুয়া ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করলেন বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম।

About Prabir Mondal

Check Also

উচ্চ মাধ্যমিক ২০২৫-এ বাংলা প্রশ্নপত্রে জানতে চাওয়া হল মোহনবাগানের প্রতিষ্ঠা দিবস

টুডে নিউজ সার্ভিসঃ সোমবার থেকে শুরু ২০২৫-র উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিন ছিল বাংলা পরীক্ষা। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *