Breaking News

বর্ধমান থেকে গ্রেফতার আরও এক অনুপ্রবেশকারী

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বাংলাদেশী অনুপ্রবেশকারীর পর ফের অবৈধ ভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে বর্ধমান পুলিশের হাতে গ্রেফতার এক যুবক। বৈধ কাগজপত্র ছাড়াই পূর্ব বর্ধমানে অবৈধভাবে বসবাস  করছিলেন ধৃত।  গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার রাতে বর্ধমান থানার পুলিশ আকাশ দাস নামে এক অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে। বুধবার ধৃতের বিরুদ্ধে বিনা কাগজে ভারতে প্রবেশ, অবৈধভাবে বসবাস এবং অবৈধ প্রবেশে সাহায্য করার অপরাধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান জেলা আদালতে তোলে পুলিশ।
পুলিশ সূত্রে খবর,  ধৃত ব্যক্তি রোহিঙ্গা। বাংলাদেশ থেকে দালাল মারফত মোটা টাকার বিনিময়ে  কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করে। তারপর দালালের হাত ধরেই শহর বর্ধমানের অপর এক এজেন্টের বাড়িতে আশ্রয় নেয় আকাশ দাস। বৈধ সরকারি কাগজপত্র ছাড়াই সে কয়েক দিন ধরে শহর বর্ধমানে ওই এজেন্টের বাড়ি বাজেপ্রতাপপুরে বসবাস করছিল। সূত্র মারফত খবর পেয়ে পুলিশ সেখানে হানা দেয়। সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তি রোহিঙ্গা এবং সে মায়ানমারের নাগরিক। সেখানে গৃহ যুদ্ধের জন্য পালিয়ে চলে আসে বাংলাদেশে। সেখানেও বর্তমানে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে রয়েছে। তাই ফের বাংলাদেশ থেকে এজেন্ট ধরে ভারতে প্রবেশ।
পাশাপাশি আরও জানা গিয়েছে, আকাশ দাস নিজেকে ত্রিপুরার বাসিন্দা বলে জানিয়েছে। কিন্তু সেখানকার ঠিকানা সম্বন্ধে পুলিশ খোঁজখবর করলে তা ভুয়ো বলে জানতে পেরেছে বলে পুলিশের দাবি।

About Prabir Mondal

Check Also

ভাড়া বাড়ি থেকে ভাড়া বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ সাতসকালে ভাড়া বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *