বর্ধমানে মোহন ভাগবতের অনুষ্ঠান ঘিরে বিতর্ক, অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ সংঘ

Prabir Mondal
1 Min Read

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ রাজ্যে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা, চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষাকালীন কোনো অনুষ্ঠানে উচ্চস্বরে মাইক বাজানোর নিয়ম নেই। তবে এই সময়েই বর্ধমানের সাই কমপ্লেক্সে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর এক অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সংঘ।

বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই বিষয়ে মামলা দায়ের হয়েছে। প্রশাসনের যুক্তি, অনুষ্ঠানের স্থানের কাছেই একটি স্কুলে মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে মাইক বাজানোর অনুমতি দেওয়া হয়নি।

এদিকে, সংঘপ্রধান মোহন ভাগবত বর্তমানে রাজ্যে ১১ দিনের সফরে রয়েছেন। সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা করতেই তাঁর এই বঙ্গ সফর। রবিবারের অনুষ্ঠানে তাঁকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

RSS অনুমতি চেয়ে প্রশাসনের দ্বারস্থ হলেও মহকুমাশাসক স্পষ্ট জানিয়ে দেন, পরীক্ষার কারণে উচ্চস্বরে মাইক বাজিয়ে কোনো অনুষ্ঠান করা যাবে না। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই এবার সংঘ আইনি পথে হাঁটল। শুক্রবার ১৪ ফেব্রুয়ারী মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *