টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ আবাসনেরবধূদের পরিচর্যায় বেড়ে উঠেছে বাগান। আর ফুলের সুবাসে মুগ্ধ হচ্ছে গোটা এলাকা। দুর্গাপুরের বিধাননগরের পিসিবিএল কলোনিতে সেইসব বধূদের নিয়ে অনুষ্ঠিত হল বাগান প্রতিযোগিতা। পিসিবিএলের আধিকারিকরা একের পর এক বাগান পরিদর্শন করেন এবং বধূদের প্রশংসাও করেন। কয়েকমাস ধরে ওই আবাসনের ৪৬ জন প্রতিযোগী নিজেদের বাগান পরিচর্চা করে। সন্তান তুল্যভাবে লালন পালন করে একের পর এক গাছকে বাড়িয়ে তোলেন। রংবেরঙের গোলাপ, রজনীগন্ধা, ডালিয়া, গাঁধা সহ প্রায় পঞ্চাশ রকমের ফুল আর ফুলকপি, বাঁধাকপি সহ রকমারি শাকও করা হয়েছে চাষ। সব মিলিয়ে মনোবল বাড়ছে আবাসনের পড়ুয়াদেরও।
