“বারবার ক্ষমা করা হবে না,” বেফাঁস বিধায়কদের সতর্ক করে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করালেন দলে শেষ কথা তিনিই

Prabir Mondal
2 Min Read

টুডে নিউজ সার্ভিসঃ সোমবার থেকেই শুরু হয়েছে বিধানসভার অধিবেশন, আর প্রথম দিনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিলেন দলের সকলের উদ্দেশ্যে। ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনকে বলতে দেন মুখ্যমন্ত্রী। কিভাবে একমাস ধরে বুথে বসে সংগঠন করেছে। এটাকেই মডেল হিসাবে ধরতে বলেন ও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, হরিয়ানা ও দিল্লীতে ভোটৈর শতাংশ হিসাব পরিবর্তনের কারণ পারস্পরিক সহযোগীতা না থাকা। পশ্চিমবঙ্গে আমাদের কোনো অসুবিধা নেই। কংগ্রেসের এখানে কিছু নেই। মদন মিত্র, নরেন চক্রবর্তী, উদায়ণ গুহ সহ অনেকের বিরুদ্ধেই অনেক অভিযোগ আছে। মদন মিত্র ক্ষমা চেয়ে নিয়েছে। কিন্তু বারবার ক্ষমা করা যায় না সেকথাও বলে একপ্রকার হুঁসিয়ারি দেন মুখ্যমন্ত্রী।
দুই-তৃতীয়াংশ সিটে জিতে মেজরিটি নিয়ে আমরা ২০২৬ এ রাজ্যে ক্ষমতায় আসবো। পুরানো দের নিয়ে ঐক্যবদ্ধ্য লড়াই করতে হবে, সামনেই নির্বাচন। বিধায়কদের সম্মতি নিয়ে কমপক্ষে ৩ জনের নাম ব্লক স্তর পর্যন্ত আগামী ২৫ ফেব্রুয়ারীর মধ্যে অরুপ বিশ্বাস এর কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এককথায় পরিস্কার হয়ে গিয়েছে যে সামনের বছর বিধানসভা নির্বাচন আর কোমড় বেঁধে এখন থেকেই নামতে চাইছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কোনোভাবেই তিনি আত্মতুষ্টিতে যাতে কেউ না ভোগেন তার জন্য এখন থেকেই তিনি সবরকম প্রচেষ্টা চালাতে চাইছেন। খুব স্বাভাবিকভাবেই তাই এবারের বিধানসভার অধিবেশন যে একেবারেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে স কথা বার অপেক্ষা রাখে না। দলের ভীতর যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে রাজ্য জুড়েই তাকে মোকাবিলা করে কতাটা সুষ্ঠভাবে সবকিছুই সুন্দরভাবে পরিচালনা করে ফের বাংলার মসনদে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই এখন দেখার।
এদিন বিধানসভায় শুরু বাজেট অধিবেশনের আগে পরিষদীয় দলের বৈঠকে বিধায়কদের কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফের একবার মনে করালেন, তৃণমূলে শেষ কথা তিনিই। দলের সমস্ত সিদ্ধান্ত নেবেন মমতাই, আর কেউ নয়। দলের রাশ তাঁরই হাতে, ফের বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে বিধায়ক থেকে নেতাকর্মীরা বেফাঁস মন্তব্য করেছেন, তাতে তিনি একেবারেই অসন্তুষ্ট, এদিন তা বুঝিয়ে দিলেন মমতা। বিধায়কদের কেউ এহেন বিস্ফোরক মন্তব্য করলে এরপর থেকে আর রেয়াত করা হবে না এবং বারবার ক্ষমা করা হবে না বলেও জানান তিনি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *