পাথরপ্রতিমায় গৃহপালিত পশুর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে হরিণ

টুডে নিউজ সার্ভিস, দক্ষিণ ২৪ পরগনাঃ প্রত্যন্ত গ্রামে গৃহপালিত পশুর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে হরিণ! বিরল দৃশ্য পাথরপ্রতিমার জি প্লটে। দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকটি ১৫টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। তার মধ্যে পাথরপ্রতিমার জি প্লট গ্রাম পঞ্চায়েত বঙ্গোপসাগরের কুলবতী বিস্তীর্ণ এলাকা নিয়ে। তার মধ্যে জি প্লট গ্রাম পঞ্চায়েতের তটের বাজার সংলগ্ন সতীশ জানার ঘাট এলাকায় প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে একটি হরিণ কখনও গৃহপালিত পশুর সঙ্গে মাঠে, কখনও আবার এলাকার বাড়িতে ঢুকে খাচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি, মাঝেমধ্যে এলাকার মানুষের কাছেও পর্যন্ত আসছে এমনি দৃশ্য দীর্ঘ প্রায় পাঁচ বছর আগে থেকে চলছে বলে এলাকার মানুষের দাবি।

বিভিন্ন কলেজ ছাত্রীদের দাবি দীর্ঘ প্রায় চার-পাঁচ বছর আগে হঠাৎ করে একটি হরিণ শাবককে দেখতে পাওয়া যায় নদীর চরে ম্যানগ্রোভ জঙ্গলে আসতে আসতে হরিণের শাবকটি বড় হতে থাকে। তবে মাঝেমধ্যে এই এলাকার প্রশাসন এবং বনদপ্তরের লোকজন এলাকার মানুষকে সতর্ক করে দিয়ে যায় হরিণ শাবককে যেন কোনোরূপ ক্ষতি করা না হয়। তারপর থেকেই এলাকার মানুষের কাছাকাছি থেকে তাদের আদর যত্নে বড় হয়ে উঠেছে এই হরিণ। আর সেই হরিণ নিয়ে এলাকার মানুষের উৎসাহের কোনো খামতি নেই।

About Prabir Mondal

Check Also

ফের মশাগ্রাম রেলগেট ভেঙে বিপত্তি

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ আবারও ভেঙে পড়ল পূর্ব বর্ধমানের মশাগ্রাম রেলগেট। হাওড়া-বর্ধমান কর্ড লাইন শাখার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *