টুডে নিউজ সার্ভিসঃ ছুটি নিয়ে বিবাদের জেরে উর্দ্ধতন আধিকারিক সহ তিন সহকর্মীদের উপর হামলা কারিগরি ভবনের এক কর্মীর। জানা যায়, ছুটি নিয়ে বিবাদের জেরে অমিত কুমার সরকার নামে এক কর্মী কারিগরি ভবনে উর্দ্ধতন আধিকারিককে ছুরি নিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। তাকে বাঁচাতে গিয়ে সহ কর্মীরাও ছুরির আঘাতে রক্তাক্ত হয়। এরপর রক্তাক্ত ছুরি হাতে অফিস থেকে বেরিয়ে আসে নিউটাউনের রাস্তা। এমনকি পিছনে ধাওয়া করে অফিসের সহকর্মীরা। কেউ ওই ব্যক্তির কাছাকাছি এলে তিনি বলছেন, “একদম এগোবেন না…চালিয়ে দেব।” ব্যক্তিকে মাথা ঠান্ডা করার কথা বললে তিনি বলেন, “মাথা ঠান্ডাই ছিল। ওরা বলেছিল তোর কোন বাবা….।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি মানসিক সমস্যা রয়েছে।
খবর দেওয়া হয় টেকনোসিটি থানায়। পুলিশ এসে আটক করে ওই ব্যক্তিকে। এই ঘটনায় আহত ৩ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
![](https://burdwantoday.com/wp-content/uploads/2025/02/IMG_20250206_160516-660x330.png)
Social