টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল অ্যাম্বুলেন্স। বুধবার পূর্ব বর্ধমান জেলার মেমারি দু’নম্বর ব্লকের অন্তর্গত পাহাড়হাটি বাজারে মেমারি রোডে একটি দোকানের সামনে দাঁড় করানো একটি বাইক ও একটি টোটোকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভেতরে ঢুকে যায় অ্যাম্বুলেন্সটি। ঐ সময় দোকানটি বন্ধ থাকার কারণে এবং টোটোয় কোনো যাত্রী না থাকার ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা হয়। অপরদিকে তখন ওই অ্যাম্বুলেন্সে কোনো রোগীও ছিল না।
জানা যায়, অ্যাম্বুলেন্সটি সাতগেছিয়া থেকে মেমারি রোডের দিকে যাচ্ছিল। খবর পেয়ে সাতগেছিয়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছান। এই ঘটনায় বেশ কিছুক্ষণ যানজট সৃষ্টি হয়। অ্যাম্বুলেন্সটি সাতগেছিয়া ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ এবং অ্যাম্বুলেন্সের চালক পলাতক।
![](https://burdwantoday.com/wp-content/uploads/2025/02/IMG_20250206_090018-598x330.jpg)
Social