বর্ধমান মেডিকেল কলেজে ফের উত্তেজনা

Prabir Mondal
1 Min Read

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ফের উত্তপ্ত বর্ধমান মেডিক্যাল কলেজ। ‘থ্রেট কালচার’ এর অভিযোগে সাসপেন্ড হওয়া ছাত্রদের পুনরায় কলেজে ফেরানোর দাবিতে বুধবার দুপুরে অধ্যক্ষ ডাঃ মৌসুমী বন্দ্যোপাধ্যায়ের কাছে স্মারকলিপি জমা দেন একদল চিকিৎসক ও পড়ুয়া। তবে, এই দাবির বিরোধিতা করে পাল্টা স্মারকলিপি জমা দেন অন্য একদল পড়ুয়া। যা নিয়ে কলেজ চত্বরে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। এরপরেই ধস্তাধস্তি শুরু হয় ছাত্রছাত্রীদের মধ্যে। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।
একদল পড়ুয়ার অভিযোগ, কিছু শিক্ষার্থী ক্যাম্পাসে ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের দাবি, অগ্রাধিকারমূলক পরীক্ষার ভিত্তিহীন প্রচার চালিয়ে অগণতান্ত্রিক পরিস্থিতি তৈরি করা হচ্ছে। তারা চান, কলেজের বর্তমান পরিবেশ বজায় থাকুক।
অন্যদিকে, সাসপেন্ড হওয়া ছাত্রদের সমর্থকরা দাবি করেন, কলেজ কর্তৃপক্ষ অন্যায়ভাবে কিছু শিক্ষার্থীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা প্রত্যাহার করা দরকার। তবে অন্যপক্ষের মতে, যদি অভিযুক্তরা ক্যাম্পাসে প্রবেশের অনুমতি পান, তাহলে পুনরায় অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। তবে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *