Breaking News

মন্তেশ্বরে ২০০ বছরের পুরানো রক্ষা কালী পুজো

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মা রক্ষা কালী মন্তেশ্বর ব্লকের সাহাপুর গ্রামের প্রাচীন গ্রাম্য দেবী। জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এই পুজোয় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যোগদান করে। পূজার উদ্যোক্তারা তথা গ্রামবাসীরা জানান, কথিত আছে প্রায় ২০০ বছর আগে পূর্বপুরুষরার স্বপ্নাদেশের মাধ্যমে এই পূজা সূচনা করেন। সেই থেকেই প্রত্যেক বছরে মা রক্ষাকালী পূজা মাঘ মাসের ২০ তারিখের পর  প্রথম যে মঙ্গলবার পড়ে সেই মঙ্গলবার এই পুজো হয়ে আসছে। তাই প্রত্যেক বছরের মতন ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার মহাধুমধামে ৪ দিনের মা রক্ষা কালীর পূজা অনুষ্ঠিত হয়।
উদ্যোক্তাদের দাবি, প্রায় ২০০ বছরের এই মা  রক্ষাকালী ভীষণ জাগ্রত। মায়ের কাছে  কেউ মানত করলে  মূচ্ছ রোগ সহ অনেক রোগ সম্পূর্ণভাবে সেরে  যায়। সাহাপুর গ্রামের এটাই বাৎসরিক গ্রাম্য পুজো। এই পুজোর গ্রামের প্রত্যেক বাড়িতে আত্মীয়-স্বজন থেকে লোক সমাগম হয় প্রচুর। পূজা উপলক্ষে মেলাও বসে।

About Prabir Mondal

Check Also

২২ ফুটের সরস্বতী প্রতিমা গড়ে তাক লাগাল পুটশুড়ির সুব্রত স্মৃতি সংঘ

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ বিদ্যার দেবীর আরাধনা স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন ক্লাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *