Breaking News

২২ ফুটের সরস্বতী প্রতিমা গড়ে তাক লাগাল পুটশুড়ির সুব্রত স্মৃতি সংঘ

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ বিদ্যার দেবীর আরাধনা স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন ক্লাব সংগঠনের উদ্যোগে সরস্বতী পূজার আরাধনায় মেতে উঠেছে সকলে। তবে মন্তেশ্বরের পুড়শুড়ি গ্রামে গজকালীতলার মাঠে সুব্রত স্মৃতি সংঘের ৫০তম বর্ষের ২২ ফুটের সরস্বতী প্রতিমা গড়ে দেবীর আরাধনা করে এলাকায় নজির সৃষ্টি করে বলে জানা যায়। সরস্বতী প্রতিমা পূজা  উদ্যোক্তাদের পক্ষে সৌম্যদীপ গন, অক্ষয় মল্লিক, শুভজিৎ কুন্ডু, তুফান কর্মকাররা জানান, “মন্তেশ্বর ব্লক জুড়ে হাজারেরও বেশি স্কুল, কলেজ, ক্লাব, বাড়ির সরস্বতী প্রতিমা পূজা হলেও এটি মন্তেশ্বর এলাকার প্রথম সার্বজনীন সরস্বতী পূজা। এই পূজা এই বছর ৫০তম বছরের পদার্পণ করে। বিগত কয়েক বছর ৮ থেকে ১০ ফুটের  সরস্বতী প্রতিমা গড়ে পূজা আরাধনা করা হত।  তাই এই বছর  ৫০তম বছরে পূজা পদার্পণ করে থাকে বলে সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে ২২ ফুটের সরস্বতী প্রতিমা তৈরীর সিদ্ধান্ত নেওয়া হয়। এই পূজার বাজেট প্রায় এক লক্ষ টাকা। পাঁচ দিনের পূজা অনুষ্ঠিত হয় বলে জানান উদ্যোক্তারা।”
এই পূজার ৫ দিন ধরে বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান তারা। তবে পুটশুরী গজকালী তলার মাঠে  পুটশুরী সুব্রত সংঘের ২২ ফুটের সরস্বতী প্রতিমা পূজাকে ঘিরে   পুটশুড়ি গ্রাম সহ আশপাশের এলাকায়  আলোড়ন সৃষ্টি করে দর্শনার্থীদের  সাড়া পড়ে গেছে। এই পুজোকে কেন্দ্র করে পুটশুড়ী গ্রামে আনন্দ উৎসাহের সঙ্গে একটি উৎসবের  মিলন ক্ষেত্র তৈরি হয়েছে বলে জানান তারা।

About Prabir Mondal

Check Also

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর স্মরণ সভা

পাপু লোহার, পানাগড়ঃ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-এর স্মরণ সভার পাশাপাশি দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *