Breaking News

বই খাতার পাশাপাশি ল্যাপটপ ট্যাবও ঠাঁই পেয়েছে সরস্বতী চরণে

টুডে নিউজ সার্ভিসঃ চারিদিকে সরস্বতী পুজোর রব। তিথি অনুযায়ী এ বছর পুজো রবি ও সোম দুইদিন পড়লেও বেশিরভাগ স্কুল-কলেজ গুলিতে রবিবার দিনেই পুজো সম্পন্ন হচ্ছে। ঠিক তেমনি এক ব্যতিক্রমী পুজোর ছবি ধরা পরল শান্তিপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ে। যেহেতু স্কুলের নাম শান্তিপুর মুসলিম উচ্চ বিদ্যালয় সেই কারণে স্কুল প্রতিষ্ঠানের পর থেকে বহু সংখ্যালঘু ছাত্ররা ওই স্কুলে পাঠরত। এবং প্রত্যেক বছর নিষ্ঠা সহিত সরস্বতী পূজোর আয়োজন হয়ে আসছে স্কুল প্রাঙ্গনে। আর সেই পুজোর আয়োজন করতে দেখা গেল সমস্ত শিক্ষক ও ছাত্রদের পাশাপাশি একাধিক সংখ্যালঘু পড়ুয়াদেরও।
স্কুলের সরস্বতী পুজোর যাবতীয় কাজকর্ম সাধারণত শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি ছাত্র-ছাত্রীদেরও করতে দেখা যায়, ঠিক তেমনি এই বিদ্যালয়ে ঠাকুরের মন্ডপসজ্জা থেকে শুরু করে ঠাকুর আনা ও অন্যান্য যাবতীয় ক্রিয়াকর্ম সকলের সঙ্গে পালন করল রিহান, সামিদের মত ছাত্ররাও। আর এই সরস্বতী পুজোর মাধ্যমে সম্প্রীতির বাণী ছড়িয়ে পড়ল শান্তিপুর মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে।
স্কুলের মন্ডপ সাজানোর পাশাপাশি আয়োজন করা হয়েছিল একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের। স্কুলের পড়ুয়াদের আঁকা বিভিন্ন চিত্র প্রদর্শন করা হয়েছিল মন্ডপ প্রাঙ্গনে। এছাড়াও বর্তমান ডিজিটাল যুগে পড়াশোনার অন্যতম মাধ্যম ট্যাবলেট। আর সেই কারণেই ওই খাতার পাশাপাশি মা সরস্বতীর কাছে অর্পণ করা হয়েছিল পড়ুয়াদের সরকার থেকে দেওয়া বেশ কিছু ট্যাবও। শুধু তাই নয় স্কুলেরই এক ছাত্র নিজের হাতে সরস্বতী মূর্তি তৈরি করাতে সেই মূর্তিও অধিষ্ঠান করা হয়েছিল মন্ডপে।
স্কুলের প্রধান শিক্ষক শুভাশিস দত্ত জানান, প্রত্যেক বছরই সমস্ত ছাত্ররা মিলে এই পূজোর আয়োজন করে থাকে। পুজো সম্পন্ন হওয়ার পরের দিন স্কুলেই সমস্ত পড়ুয়াদের একটি প্রীতিভোজের আয়োজন করা হয়। এই স্কুলের প্রত্যেক পড়ুয়ার মিলেই সরস্বতী পুজোর সময় আয়োজন করে থাকে। এবং বছরের পর বছর এই পরম্পরায় চলে আসছে।

About Prabir Mondal

Check Also

পাণ্ডবেশ্বরে দুঃসাহসিক ছিনতাই, বাইকের ডিকি ভেঙে নগদ টাকা নিয়ে চম্পট

টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ দুঃসাহসিক ছিনতাই! বাইকের ডিকি ভেঙে টাকা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ একজনকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *