দেবনাথ মোদক, বাঁকুড়াঃ বাড়িতে মজুত রাখা ধান বাজারে বিক্রি করে ফের মদ খাওয়ার পরিকল্পনা করেছিলেন মদ্যপ স্বামী। কিন্তু, স্ত্রী রুখে দাঁড়াতেই সেই পরিকল্পনা ব্যার্থ হতে বসেছিল। অগত্যা স্বামী-স্ত্রীতে শুরু হয়েছিল খন্ডযুদ্ধ। শেষ পর্যন্ত স্ত্রীর লাঠির আঘাতে মৃত্যু হল স্বামীর। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা থানার কল্যাণী গ্রাম পঞ্চায়েতের বিনোদনগর এলাকার। অভিযোগ পেতেই পুলিশ অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করেছে।
বাঁকুড়ার ওন্দা থানার কল্যাণী গ্রাম পঞ্চায়েতের বিনোদনগর এলাকার বাসিন্দা বিকাশ মাল ছিলেন পেশায় দিনমজুর। মদের প্রতি অতিরিক্ত আসক্তির কারনে বেশ কয়েকবছর ধরে তাঁর কাজকর্ম লাটে ওঠে। তিন ছেলে মেয়েকে কার্যতঃ একা হাতে বড় করে তোলেন স্ত্রী সুলেখা মাল। বড় মেয়ের বিয়েও দেন সুলেখা। কষ্ট করে কয়েকটি ছাগল কিনে তা পালন করে উপার্জনের রাস্তা তৈরী করেছিলেন সুলেখা। সম্প্রতি পরিবারে পালিত সেই ছাগল চরাতে যাওয়ার নাম করে সেগুলি বাইরে বিক্রি করে মদ্যপান করতে থাকেন বিকাশ মাল। গতকাল ঘরে মজুত বস্তা তিনেক ধান বিক্রি করে মদ্যপানের পরিকল্পনা করেছিলেন বিকাশ। বিক্রির উদ্যেশ্যে সেই ধান অভিযুক্তের স্বামী বিকাশ মাল বাড়ির বাইরে নিয়ে যেতেই তা নজরে পড়ে স্ত্রী সুলেখা মালের। পরিবারের একমাত্র সম্বল ওই তিন বস্তা ধান বিক্রিতে বাধা দিলে বাড়ির উঠোনেই ধস্তাধস্তি শুরু হয় দুজনের মধ্যে। এরই মাঝে সুলেখা বড় একটি লাঠি তুলে বিকাশকে মারধর করতে শুরু করেন। অভিযোগ স্ত্রীর লাঠির আঘাত মাথায় লাগতেই বাড়িতে লুটিয়ে পড়েন বিকাশ। পরে তাঁকে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গতকাল রাতেই অভিযুক্ত স্ত্রী সুলেখা মালকে গ্রেফতার করে ওন্দা থানার পুলিশ। আজ ধৃত মহিলাকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়। আদালত তদন্তের স্বার্থে অভিযুক্তকে সাত দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন।ধৃতের বিরুদ্ধে ১০৩(১) বিএনএস ধারায় খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্বামীকে খুনের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত স্ত্রী সুলেখা।
Tags district west bengal
Check Also
বিজ্ঞানসম্মতভাবে চাষাবাদে জোর দিতে কৃষকদের প্রশিক্ষণ শিবির
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ টিআরএফএ ওয়েল স্পিড প্রকল্পে ২০২৪-২০২৫ অর্থ বর্ষের অধীনে এবং পশ্চিমবঙ্গ সরকারের …
Social